নালিতাবাড়ীতে ইয়াবা সেবনকারীকে ৩ মাসের কারাদণ্ড অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৫ শেরপুরের নালিতাবাড়ীতে ইয়াবা ট্যাবলেট সেবন করার অপরাধে আকাশ (২৫) নামে এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। রোববার (৪ আগষ্ট) রাতে পৌরশহরের দক্ষিণ বাজার বাসস্ট্যান্ড এলাকায় তাকে আটকের পর এই দণ্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি। দণ্ডপ্রাপ্ত আকাশ ছিটপাড়া মহল্লার আব্দুর রশিদের ছেলে। সুত্র জানায়, পৌরশহরের দক্ষিণ বাজার বাসস্ট্যান্ডে নালিতাবাড়ী থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় আকাশকে ইয়াবা ট্যাবলেট সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে অভিযুক্ত আকাশকে ইয়াবা ট্যাবলেট সেবনের দায়ে মাদদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, এএসআই ওমর ফারুক, হাসিমসহ পুলিশ সদস্যবৃন্দ। বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি। Related posts:শেরপুরে সুপারি চুরির অভিযোগে স্কুলছাত্র হত্যা ॥ প্রধান আসামির ২ দিনের রিমাণ্ড মঞ্জুরঝিনাইগাতীতে কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী আউশ প্রণোদনা কর্মসূচীর বীজ ও সার বিতরণশেরপুরে পুলিশ লাইন্স একাডেমির বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত Post Views: ৭২ SHARES শেরপুর বিষয়: