নালিতাবাড়ীতে খেলার মাঠ দখল করে হালচাষ ও কাঁটাতারের বেড়া নির্মাণের প্রতিবাদে মানববন্ধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৫ শেরপুরের নালিতাবাড়ীতে সরকারী অর্থায়নে বাস্তবায়নাধীন খেলার মাঠ দখল করে হালচাষ ও কাঁটা তারের বেড়া নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রোববার (৩ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের সামনে উপজেলার কলসপাড় ইউনিয়নের তারাকান্দি গ্রামবাসী এই মানববন্ধন করেন। মানববন্ধনে তারা জানান, সরকারের খাস খতিয়ানভুক্ত ২ একর ৬৮ শতাংশ জমি ভ্রাম্যমাণ আদালদের মাধ্যমে উদ্ধার করে খেলাধূলার উপযোগী করতে সম্প্রতি প্রকল্পের মাধ্যমে মাটি ভরাট ও মঞ্চ বানানোর কাজ চলছিল। কিন্তু স্থানীয় দখলদার রুবেল মিয়া প্রশাসনের অগোচরে আদালতে গিয়ে একতরফাভাবে চিরস্থায়ী নিষেধাজ্ঞা জারী করে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে উপজেলা প্রশাসন জমি উদ্ধারে আইনী প্রক্রিয়া করছেন। এরই মধ্যে দখলদার রুবেল মিয়া শুক্রবার বিকেলে ট্রাক্টর দিয়ে ওই মাঠ চাষ করে ফেলেন। পরদিন শনিবার কাঁটা তারের বেড়া নির্মাণ করে মাঠ দখলে নিয়ে বর্তমানে আমন আবাদের প্রস্তুতি নিয়েছেন। এ সময় শফিকুল ইসলাম তালুকদার রিপন, মোস্তাফিজুর রহমান মিলন, নাদিম উদ্দিন, রফিকুল ইসলাম মিন্টু, সারোয়ার হোসেন, আমজাদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সাক্ষাৎ করে এ সমস্যা সমাধানে সহযোগিতা কামনা করেন। Related posts:শেরপুরে ধানক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধারপ্রয়াত শ্রমিক নেতা সেলিম রেজা’র ১৪তম মৃত্যুবার্ষিকীতে ৩নং ওয়ার্ড আ'লীগের শোকশ্রীবরদীতে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Post Views: ৫১ SHARES শেরপুর বিষয়: