নালিতাবাড়ীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৫

শেরপুরের নালিতাবাড়ীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), নালিতাবাড়ীর আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে সোমবার (০৪ আগস্ট) দিনব্যাপি এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷

দুপ্রক নালিতাবাড়ীর সভাপতি হাকাম হীরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষ কর্মকর্তা জাহাঙ্গীর কবীর, দুদকের জামালপুর অঞ্চলের সহকারী উপপরিচালক জিহাদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, দুপ্রক নালিতাবাড়ীর সাধারন সম্পাদক মান্নান সোহেল, সদস্য অসীম দত্ত হাবলু,এডভোকেট শুধাংশু কালোয়ার, বিপ্লব দে কেটু, ক্লোডিয়া নকরেক কেয়া প্রমুখ৷
দিনব্যাপি এই বিতর্ক প্রতিযোগিতার তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, কাপাসিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়, উত্তর নাকশী উচ্চ বিদ্যালয় ও বরুয়াজানি হাসান উচ্চ বিদ্যালয়সহ মোট চারটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।৷ পরে ফাইনালে কাপাসিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়কে হারিয়ে উত্তর নাকশী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়৷