নালিতাবাড়ী সাব রেজিস্ট্রার অফিসের নকল নবীশ জনি বহিস্কার

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৫

শেরপুরে নালিতাবাড়ী উপজেলায় সাব রেজিস্ট্রার অফিসের নকল নবীশ জাহাঙ্গীর আলম জনিকে সাময়িক বহিস্কার এবং অফিস আঙ্গিনাতেও প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত ২৯ জুলাই শেরপুর জেলা রেজিস্ট্রার মো. আনিসুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এমন তথ্য জানা গেছে।

জানা যায়, সাব রেজিস্ট্রার অফিসের নকল নবীশ জাহাঙ্গীর আলম জনির বিরুদ্ধে দলিল রেজিষ্ট্রেশনে অতিরিক্ত ফি আদায়, দীর্ঘ ৯ মাস বলাম বহি নকলকরণ না করা, দলিল নকল না করা, অসদাচরণ, কর্তব্যে চরম অবহেলা, অদক্ষতার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় সাময়িক বহিস্কার এবং সাব-রেজিস্টার অফিস আঙ্গিনাতেও প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর জেলা রেজিস্ট্রার আনিসুর রহমান।
এদিকে, জাহাঙ্গীর আলম জনিকে গত ২০২৩ সালের ৩ জানুয়ারি অফিসের অন্যান্য কর্মচারী ও জেলা রেজিস্ট্রারের কর্মচারীদের সাথে অসদাচরণ, দৈনিক বালাম বহিতে দলিল নকল না করা ও বিভিন্ন অসদাচরণে লিপ্ত থাকার অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। পরে একই বছরের ২৩ মার্চ তাকে স্থায়ীভাবে বহিষ্কার ও অফিস আঙিনায় তাঁর প্রবেশ স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়। পরে তার বহিস্কৃার প্রত্যাহার করা হয়।
এরপর বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় জাহাঙ্গীর আলম জনির বিরুদ্ধে দলিল রেজিষ্ট্রেশনে অতিরিক্ত ফি আদায়, বলাম বহিতে নকলকরণ না করাসহ বিভিন্ন অভিযোগে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ২৯ জুলাই আবারো তাকে সাময়িক বহিস্কার করা হয়।