নালিতাবাড়ী সীমান্তে ১কোটি ৩১ লক্ষ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৪৬ পূর্বাহ্ণ, আগস্ট ৭, ২০২৫ শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিওপি’র মায়াঘাসি সীমান্ত এলাকা থেকে এক কোটি একত্রিশ লক্ষ ষাট হাজার টাকার ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৬ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে ২,৫৭২ পিস মোবাইল ডিসপ্লে এবং একটি মোটরসাইকেল জব্দ করেন। বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য এক কোটি একত্রিশ লক্ষ ষাট হাজার টাকা। তিনি আরও জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষা এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। Related posts:রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন নালিতাবাড়ীর কৃতি সন্তান মোস্তাফিজুর রহমানশেরপুরে কামারেরচর ইউনিয়নে শিশু, প্রতিবন্ধীসহ অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণশেরপুরে র্যাবের পৃথক অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Post Views: ৮২ SHARES শেরপুর বিষয়: