বেকারত্ব দূরীকরণে প্রযুক্তির ব্যবহার নিয়ে শেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৫

বসুন্ধরা শুভসংঘ শেরপুর জেলা শাখার উদ্যোগে বেকারত্ব দূরীকরণে তথ্য প্রযুক্তির কার্যকর ব্যবহার বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৯ আগস্ট) বিকেলে জেলা শহরের প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় তরুণ-যুবকদের প্রযুক্তি নির্ভর দক্ষতা অর্জনে উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়।

বসুন্ধরা শুভসংঘ শেরপুর জেলা শাখার সভাপতি মো. মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান শামীমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- বসুন্ধরা শুভসংঘ শেরপুর জেলা শাখার উপদেষ্টা মাসুদ হাসান বাদল, আবুল কালাম আজাদ, জুবাইদুল ইসলাম, ক্লিনআপ শেরপুর জেলার সমন্বয়ক আল আমিন রাজু, সভাপতি মিনহাজ উদ্দিন এবং সহ-সভাপতি আব্দুস সাত্তার রনি প্রমুখ।
অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বসুন্ধরা শুভসংঘের সহ-সভাপতি আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদ, টিপু সুলতান, শিহাব আহমেদ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আফরোজ আলী, পরিকল্পনা বিষয়ক সম্পাদক, জুয়েল আহমেদ, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক যুবরাজ মিয়া, নারী ও শিশু বিষয়ক সম্পাদক আফিয়া আফরোজ সাইমা, প্রচার সম্পাদক জিহাদ রানা, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোবারক হোসেন এবং রাকিব আহমেদ প্রমুখ।
বসুন্ধরা শুভ সংঘের উপদেষ্টা মাসুদ হাসান বাদল বলেন, বর্তমানে তথ্য প্রযুক্তির ব্যবহার অপরিসীম। কেননা এখন সব কাজের তথ্য প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। কিন্তু এর সঠিক ব্যবহার যেমন হচ্ছে বিপরীতে ভুলভাবেও ব্যবহার করা হচ্ছে যার ফলে সমাজে নানা ধরনের অপরাধ বেড়েই চলেছে। তাই তরুণদের তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে।
শুভসংঘ শেরপুর জেলা শাখার সভাপতি ফ্রিল্যান্সার মো. মিনহাজ উদ্দিন বলেন, তথ্য প্রযুক্তি শেখা সময়ের দাবি। ফ্রিল্যান্সিং, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিংসহ বিভিন্ন আইটি খাতে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে তরুণরা ঘরে বসে কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবেন। সঠিক পরিকল্পনা ও ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে বেকারত্ব সমস্যা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।
বসুন্ধরা শুভ সংঘের সহ-সভাপতি আ. সাত্তার রনি তরুণদের উদ্দেশ্যে বলেন, বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। নিজেকে এগিয়ে নিতে হলে নিজেকে প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হতে হবে।
আয়োজকরা জানান- আলোচনা সভায় কীভাবে প্রযুক্তি শিক্ষা গ্রহণ করা যায়, কীভাবে অনলাইন মার্কেট প্লেসে কাজ শুরু করা সম্ভব এবং এ খাতে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়। তরুণদের কর্মমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।