ময়মনসিংহসহ ৩ বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৫ ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসের তথ্যানুযায়ী, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, শনিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। পূর্বাভাসে বলা হয়, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে বাতাসের গতি ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এদিকে আগামী ২ দিনেও একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর। আগামী দুই দিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দমকা হাওয়াসহ মাঝারি থেকে ভারি অথবা অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। ঢাকাসহ দেশের অন্যান্য বিভাগেও কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। Related posts:আজ বঙ্গমাতার ৯০তম জন্মবার্ষিকী‘নো মাস্ক নো সার্ভিস’ ব্যাপকভাবে বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীরকেন্দ্রে ভোটার আনতে প্রচারণা চালাবে কমিশন : ইসি হাবিব Post Views: ৩৯ SHARES জাতীয় বিষয়: