শেরপুরে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৫

শেরপুরে জুলাই পুনর্জাগরণ-২০২৫ ও তারুণ্যের উৎসব উপলক্ষে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুলাই সোমবার সকালে জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে গ্রন্থাগার হলরুমে ‘আমার জুলাই’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে ওই বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার রেদওয়ান ইসলাম, জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সিরাজুম মনির ও জেলা কালচারাল অফিসার আতিকুর রহমান।
ওইসময় অন্যান্যের মধ্যে জুনিয়র লাইব্রেরিয়ান আকলিমা খাতুন, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, জেলা কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক ইসরাত পুতুল, সাংবাদিক কাজী মাসুমসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন শিক্ষার্থী পৃথক তিনটি গ্রুপে অংশ নেয়। বিজয়ীদেরকে পরবর্তীতে জুলাই গণঅভ্যুত্থানের আলোচনা ও পুরস্কার বিতরণী সভায় পুরস্কৃত করা হবে।