শেরপুরে শহীদ মাহবুব স্মরণে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, গুণীজন সম্মাননা ও দোয়া অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৫ শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত বছরের ৪ আগস্ট নিহত শিক্ষার্থী শহীদ মাহবুব আলমের স্মরণে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, গুণীজন সম্মাননা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ৪ আগস্ট সোমবার বিকেলে সদর উপজেলার পাকুড়িয়া তারাগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শহীদ মাহবুব আলম মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ওইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রউফ, শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রেজাউল করিম জুয়েল, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, শেরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রশীদ, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল. শহীদ মাহবুব আলম মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি মাজহারুল ইসলাম মাসুদ প্রমুখ। অনুষ্ঠান শেষে অতিথিরা মাহবুবের কবর পরিদর্শন ও জিয়ারত করেন। ওইসময় শহীদ মাহবুব আলমের পরিবারের অন্যান্য সদস্যগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। Related posts:শেরপুর সদরের বাজিতখিলা ইউনিয়নে সাবেক এমপি শ্যামলীর গণসংযোগ ও ঈদ উপহার বিতরণনিরাপত্তা নিশ্চিতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন শেরপুরের পুলিশ সুপারমুজিব বর্ষ উপলক্ষে ঝিনাইগাতীতে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ কাজ পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশন... Post Views: ৬৬ SHARES শেরপুর বিষয়: