শ্রীবরদীতে সমাজ কল্যাণ ও রক্তদান সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত: ১০:৫৯ পূর্বাহ্ণ, আগস্ট ৩, ২০২৫

রানা, শ্রীবরদী : শেরপুরের শ্রীবরদীতে সমাজ কল্যাণ ও রক্তদান সংস্থার উদ্যোগে কৃষ্ণচূড়া গাছ রোপনের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

২ আগস্ট শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে শিশু পার্কে কৃষ্ণচূড়া গাছ রোপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।
শ্রীবরদী সমাজ কল্যাণ ও রক্তদান সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সুলতান মাহমুদ সুমনের সভাপতিত্বে এসময় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রুকুনুজ্জামান, সংগঠনের সাধারণ সম্পাদক পরশ মনি বিশ্বাস, আসিফ আহমেদ দিপু, সোহান, রাহিম, বিপুল সহ
সংগঠনের সদস্যরা ও বৃক্ষ প্রেমীরা উপস্থিত ছিলেন। সুলতান মাহমুদ সুমন জানান, এ বছর আমরা বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ৪/৫ হাজার কৃষ্ণচূড়া গাছের চারা রোপন করবো। প্রাথমিক পর্যায়ে আজ পৌর সদরের বিভিন্ন স্থানে ৭০/৮০ টি কৃষ্ণচূড়া গাছের চারা রোপন করেছি।