শ্রীবরদী সীমান্তে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৫

শেরপুরের শ্রীবরদীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। ৯ আগস্ট শনিবার উপজেলার সীমান্ত জনপদের হাড়িয়া কোনা গ্রামে এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস), সুন্ডারী ইয়ুথ ক্লাব, বাবেলাকোনা সান শাইন ইয়ুথ ক্লাব, কারিতাস সিভিও ওয়াড কমিটি ও খাড়ামোড়া, বালিজুরী,বাবেলাকোনা, হারিয়াকোনা আদিবাসীদের নিয়ে উদযাপন করা হয় আন্তর্জাতিক আদিবাসী দিবস।
বিকেলে গারো জনগোষ্ঠীদের বৃহত্তর মাহারী সাংমা বনাম মারাক ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান মর্নিংটন ম্রং, এর সভাপতিত্বে এতে আমন্ত্রিত অতিথি বক্তব্য রাখেন বাগাছাসের সভাপতি জীবন ম্রং, বাবেলাকোনা বিডি-০৪২৪ এর প্রতিনিধি নয়ন দালবত, আদিবাসী নেতা ব্রতিম ম্রং, হারিয়াকোনা ব্যাপ্টিস্ট মন্ডলীর সভাপতি পাষ্টার এলিয় মৃ, নারী নেতৃ রিনা দালবত ও সত্যজিৎ মৃ প্রমুখ।