শ্রীবরদী সীমান্তে বন বিভাগের অভিযানে বনের গাছ চোর দলের এক সদস্য আটক

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৫

শেরপুরের শ্রীবরদী সীমান্তের কর্ণঝোড়া এলাকার সংরক্ষিত বন থেকে রাতের আঁধারে গাছ কেটে পাঁচারকালে এক গাছ চোর দলের সক্রিয় সদস্যকে আটক করেছে স্থানীয় বন বিভাগ। ধৃত আবুল হোসেন আনু (৪৫) সিংগাবরুনা ইউনিয়নের মেঘাদল গ্রামের মহিজল মিয়ার ছেলে।

বন বিভাগ সুএে জানা যায়, ২ ই আগস্ট শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ময়মনসিংহ বন বিভাগের বালিজুরী রেন্জ কর্মকর্তা সুমন মিয়া নেতৃত্বে কর্ণঝোড়া ফরেস্ট বিট কর্মকর্তা আব্দুর রাকিব সঙ্গীয় বন বিভাগের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিটের আওতাধীন ২০১৫/২০১৬ সনের সৃজিত ১৫০ হেক্টর উডলট বাগান থেকে রাতের আঁধারে বনের গাছ কেটে পাঁচার কালে আবুল হোসেন আনু (৪৫) কে আটক করে। অভিযান কালে বনদস্যুরা বন বিভাগের উপর হামলার চেষ্টা চালায়। পরে ঘটনাস্থল থেকে আকাশমনি গাছের ১৫ টুকরা কাঠ আনুমানিক ৩৬ ঘন ফুট কাঠ উদ্ধার করা হয়।
বালিজুরী রেন্জ কর্মকর্তা মো সুমন মিয়া রবিবার দুপুরে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার দিবাগত রাতে কর্ণঝোড়া বিট এলাকায় বৃষ্টি উপেক্ষা করে বন বাগান থেকে গাছ চুরি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। বন বিভাগের উপস্থিতি টের পেয়ে গাছ চোররা আমাদের উপর সশস্ত্র হামলার চেষ্টা চালায়। পরবর্তীতে আবুল হোসেন আনুকে আটক করা হয়। উদ্ধার করা হয় ৩৬ ঘনফুট বনের চোরাই কাঠ।
আটক কে রবিবার দুপুরে শেরপুরের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। বনের গাছ চুরি প্রতিরোধে বন বিভাগের পক্ষ থেকে টহল জোরদার করা হয়েছে।