সাংবাদিক হত্যাকাণ্ডে গ্রেপ্তার আসামির দোষ স্বীকার : র্যাব অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৫ গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন র্যাবের হাতে গ্রেপ্তার স্বাধীন। শনিবার (৯ আগস্ট) সকালে গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাবের কোম্পানি কমান্ডার কে. এম. এ. মামুন খান চিশতী। তিনি বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত স্বাধীনকে মহানগরীর শিববাড়ী এলাকা গ্রেপ্তার করেছে র্যাব। তথ্য প্রযুক্তির সহায়তা ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তিনি ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন এবং এ ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তিনি আরও বলেন, সাংবাদিক তুহিন দায়িত্ব পালনের সময় একজন নারীর সঙ্গে বাদশা নামের এক ব্যক্তির কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বাদশা তাকে থাপ্পড় মারলে স্বাধীনসহ অন্যান্য আসামিরা তাকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় তুহিন ভিডিও ফুটেজ ধারণ করলে আসামিরা তাকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান। Related posts:নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ মাদকসেবীর কারাদণ্ডরৌমারী সীমান্তে বিএসএফের গুলি : বিজিবির সঙ্গে স্থানীয়দের অবস্থানজামালপুরে ট্রেনে কাটা পড়লো যুবক Post Views: ৬৪ SHARES সারা বাংলা বিষয়: