চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৯

অনলাইন ডেস্ক : ময়মনসিংহে মোশাররফ হোসেন (২৫) নামের এক চালককে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহত মোশাররফ হোসেন সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের চৌরাস্তা এলাকার বাসিন্দা।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মধ্য দাপুনিয়ার চারালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ওই যুবক নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি ধারালো ছুরি ও অটোরিকশার চাবি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছেন ওসি।