উপনির্বাচনে জাতীয় পার্টি ঐক্যবদ্ধভাবেই কাজ করবে : জিএম কাদের অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৯ নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, রংপুর-৩ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে। রংপুর-৩ আসন জাতীয় পার্টির দুর্গ। এ আসনে জাতীয় পার্টির প্রার্থীই বিজয়ী হবেন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। জিএম কাদের বলেন, রংপুর-৩ আসনে জাতীয় পার্টির বিশাল সমর্থক গোষ্ঠি আছে, তাদের বিভিন্ন ধরনের প্রত্যাশা থাকতে পারে। তবে দলীয় প্রার্থীর পক্ষে সবাই একযোগে কাজ করবেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টিতে কোনো বিভেদ বা দ্বন্দ্ব নেই। জাতীয় পার্টি ঐক্যবদ্ধভাবেই রংপুর-৩ আসনে প্রার্থীতা ঘোষণা করবে। তিনি বলেন, মনোনয়ন বোর্ড রংপুর-৩ আসনে প্রার্থী চূড়ান্ত করবে। তবে কেউ দলীয় শৃংখলা নষ্ট করতে চাইলে তার বিরুদ্ধে দলীয়ভাবেই ব্যবস্থা নেয়া হবে। অপর এক প্রশ্নের জবাবে জাপা চেয়ারম্যান বলেন, জাতীয় সংসদের আগামী অধিবেশনের আগেই বিরোধীদলীয় নেতা নির্ধারণ করা হবে। জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় উপনেতা মসিউর রহমান রাঙ্গা বলেন, রংপুরে বিচ্ছিন্ন দু-একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যার সাথে জাতীয় পার্টির কেউ জড়িত নয়। তৃতীয় কোনো পক্ষ যদি চক্রান্ত করতে চেষ্টা করে তা সফল হবে না। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, এস এম ফয়সল চিশতী, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, লেফটেনেন্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, নাজমা আকতার, মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল, ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম জিন্নাহ, নুরুল ইসলাম নুরু, আহসান আদেলুর রহমান প্রমুখ এ Related posts:বিএনপি একটা জালিয়াত রাজনৈতিক দল : পররাষ্ট্রমন্ত্রীমন্ত্রী হলে কি মেনন এ কথা বলতেন, প্রশ্ন কাদেরেরমোশতাক-জিয়া জাতির বিবেককে কারারুদ্ধ করে রেখেছিল: কাদের Post Views: ২৩২ SHARES রাজনীতি বিষয়: