শেরপুরের নালিতাবাড়ীতে বিষপানে কিশোরীর আত্মহত্যা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২০ মাহফুজুর রহমান সোহাগ, নালিতাবাড়ী প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে পছন্দের পাত্রের সাথে বিয়ে না হওয়ায় বিষপানে আত্মহত্যা করেছে শাহানাজ পারভীন (১৫) নামে এক কিশোরী। রবিবার বিষপানের পর ১০ আগস্ট সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। মঙ্গলবার বিকেলে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। শাহানাজ উপজেলার নন্নী পশ্চিমপাড়া গ্রামের শাহা আলীর কন্যা ও নন্নী শহীদ সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। জানা যায়, একই গ্রামের নিয়ামুল ইসলামের (২০) সাথে প্রেমের সম্পর্ক ছিল শাহনাজের। সপ্তাহখানেক নিয়ামুল অন্যত্র বিয়ে করলে শাহানাজ পারভীন অভিমানে রবিবার সন্ধ্যায় বিষপান করে। এর কিছুক্ষণ পর বমি শুরু হলে প্রথমে তার মা টের পান। পরে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হলে সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। Related posts:শেরপুরে জাতির পিতার জন্মশত বার্ষিকীতে জেলা যুব মহিলা লীগের বিনম্র শ্রদ্ধাশেরপুরে কামারেরচর ইউনিয়নে শিশু, প্রতিবন্ধীসহ অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণজামালপুরের দেওয়ানগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন Post Views: ৫৭৩ SHARES নারী ও শিশু বিষয়: