আগামী ১৪ অক্টোবর ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৯

স্টাফ রিপোর্টার ॥ আগামী ১৪ অক্টোবর ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন। আজ ৩ সেপ্টেম্বর মঙ্গলবার পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপের নির্বাচনের এ তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ দিন ১২ সেপ্টেম্বর । যাচাই বাছাই ১৫ সেপ্টেম্বর । প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২২ সেপ্টেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৪ অক্টোবর।

এ উপজেলায় ইলেক্ট্রোনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা শুকুর মাহমুদ মিঞা। এ উপজেলায় ১৪০ টি ভোট কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।