শেরপুরের নকলায় কন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগে লম্পট পিতা গ্রেফতার

প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২০

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নকলায় নিজ শিশুকন্যাকে (১১) ধর্ষণের চেষ্টার অভিযোগে মজনু মিয়া (৪০) নামে এক লম্পট পিতাকে গ্রেফতার করেছে পুলিশ। ২২ আগস্ট শনিবার গ্রেফতারকৃত মজনু মিয়াকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। সে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের বালিয়াদি গ্রামের গোলাপ মিয়ার ছেলে ও ৩ সন্তানের জনক।
জানা যায়, প্রায়ই জ্যেষ্ঠ সন্তান নিজ কন্যাকে অসৎ উদ্দেশ্যে ফুসলিয়ে আসছিল পিতা মজনু মিয়া। ওই অবস্থায় গত ৩০ জুলাই রাতে সুযোগমতো পেয়ে ওই কন্যাকে ধর্ষণের চেষ্টা চালায় মজনু। এরপর ওই কন্যা তার মাকে বিষয়টি জানানোর পরও নানা চাপ ও হুমকির মুখে তারা মুখ খুলতে সাহস পায়নি। কিন্তু এরপরও মা ও কন্যার প্রতি মানসিক চাপ ও নির্যাতনের কারণে ওই ঘটনায় গত ২১ আগস্ট শিশুটির মা বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে নকলা থানায় একটি মামলা দায়ের করেন। পরে চন্দ্রকোনা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মোস্তাফিজুর রহমান ওই রাতেই অভিযান চালিয়ে মজনু মিয়াকে গ্রেফতার করেন।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান ২৩ আগস্ট রবিবার সকালে জানান, গ্রেফতারকৃত মজনু মিয়া স্থানীয়ভাবে একজন হতদরিদ্র হলেও তার চারিত্রিক ত্রুটি রয়েছে। ঘটনার বিষয়ে তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। খুব শীঘ্রই আদালতে ভিকটিমের জবানবন্দি গ্রহণের ব্যবস্থা করা হচ্ছে।