জামালপুরে ৫ বছর বয়সী শিশু ধর্ষণ ॥ আটক ১

প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ণ, আগস্ট ২৫, ২০২০

জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যার দিকে সদরের লক্ষ্মীর চর উত্তর পাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। রাতে ধর্ষণের শিকার ওই শিশুকে অসুস্থ অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ রাতেই লক্ষ্মীর চর উত্তর পাড়ায় অভিযান চালিয়ে ধর্ষণের সাথে জড়িত থাকার অভিযোগে বিজয় নামে একজনকে আটক করেছে।
নির্যাতনের শিকার ওই শিশুর বাবা জানান, বাড়ির পাশে খেলার সময় প্রতিবেশী ১৪ বছর বয়সী বিজয় ও ১৭ বছর বয়সী আলমগীর নামে দুই কিশোর শিশুটিকে ফুসলিয়ে বিজয়দের বাড়িতে নিয়ে যায়। পরে সেখানে শিশুটিকে ধর্ষণ করে। এসময় বিজয়দের বাড়ির লোকজন বিষয়টি বুঝতে পারলে ওই দুই কিশোর পালিয়ে যায়। খবর পেয়ে নির্যাতনের শিকার শিশুটির পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন শিশুর বাবা।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. সালেমুজ্জামান জানান, শিশুটির বাবা-মা থানায় এসেছিল ঘটনা শুনেছি। রাতেই অভিযান চালিয়ে বিজয়কে আটক করা হয়েছে। শিশুটির বাবা থানায় অভিযোগ করবেন। আভিযোগ পেলেই মামলা হিসেবে রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জামালপুর সদর হাসপাতালের সহকারী পরিচালক মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, ধর্ষণের শিকার শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। ডাক্তারি পরীক্ষার জন্য তার ভেজাইনাল সোয়াব সংগ্রহ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে মেডিক্যাল টিম গঠন করে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হবে।