শেরপুরে করোনা জয় করে ফিরলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাসমুক্ত হয়ে শেরপুরে ফিরেছেন করোনাযোদ্ধা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। অসুস্থ হওয়ার ২০ দিন পর ২৭ আগস্ট বৃহস্পতিবার তিনি তার কার্যালয়ে ফিরলে সহকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। ওইসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মাহমুদুল হাসান ফেরদৌস, ডিআইও-১ মোহাম্মদ আবুল বাশার, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেসুর রহমান, ট্রাফিক পরিদর্শক জাহাঙ্গীর আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া, শহর ফাঁড়ির পরিদর্শক হাবিবুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জানা যায়, গত ৭ আগস্ট পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের শরীরের করোনা সংক্রমণ ধরা পড়ে। এরপর তিনি সরকারি বাসভবনে আইসোলেশনে থাকাবস্থায় তার স্ত্রী আলেয়া ফেরদৌসী ও ছেলে কাজী আফনান আজীমও করোনা আক্রান্ত হন। এরপর তিনি স্ত্রী ও সন্তানকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি হন। এরপর সর্বশেষ দ্বিতীয় দফায় করোনা পরীক্ষায় নেগেটিভ আসায় হাসপাতাল থেকে ছাড়পত্র পান তিনি। বর্তমানে তার স্ত্রী ও সন্তান রাজধানী ঢাকার বাসায় হোম আইসোলেশনে রয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম জানান, স্যার করোনামুক্ত হয়ে শেরপুরে ফিরেছেন। তার শরীরও এখন ভালো। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, তাকে এখন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। তারা জানান, করোনামুক্ত হয়ে শেরপুরে কর্মস্থলে ফেরায় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। এর পরপরই তাকে বিদায় দেওয়া হয়েছে। রাজধানী ঢাকায় বাসায় থাকা তার স্ত্রী ও সন্তানের শারীরিক অবস্থাও এখন ভালো বলেও তারা জানান। Related posts:নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার, পাম্প ও মোটরসাইকেল জব্দনালিতাবাড়ীর নাকুগাঁও বন্দরে বিস্ফোরণে শ্রমিক আহতনকলায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ Post Views: ৩১৯ SHARES শেরপুর বিষয়: