শান্তিরক্ষা মিশনে ৫৮৫৬ বাংলাদেশি শান্তিরক্ষী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৯ শ্যামলী নিউজ ডেস্ক : জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী পাঠানোর ক্ষেত্রে তৃতীয় স্থানে বাংলাদেশ। ৭টি দেশের ৯টি শান্তিরক্ষা মিশনে ৫৮৫৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োজিত বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির তৃতীয় বৈঠকে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান, মো. ইলিয়াস উদ্দিন মোল্লা, মো. মোতাহার হোসেন, মো. মহিবুর রহমান ও নাহিদ ইজাহার খান।বৈঠকে সশস্ত্র বাহিনীতে কর্মরত ধর্মীয় শিক্ষকদের পদমর্যাদা ও বেতনস্কেল জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) সমমান করার জন্য পুনরায় সুপারিশ করা হয়।বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আখতার হোসেন ভূইয়াসহ অন্য কর্মকর্তারা, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। Related posts:টোল প্লাজায় ৬ জন নিহতের ঘটনায় চালক গ্রেপ্তারদেশে করোনায় আরও ৭৭ মৃত্যুপদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি আনিছুর রহমানকে র্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশের আইজিপি Post Views: ২২২ SHARES জাতীয় বিষয়: