নকলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০ নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আনন্দ (১৭) নামে এক কিশোর মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত ও আরোহী সুজন (১৭) গুরুতর আহত হয়েছে। ৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে নকলা পৌর শহরের উকিলপাড়া এলাকায় জনস্বাস্থ্য অফিসের সামনে ওই দুর্ঘটনা ঘটে। নিহত আনন্দ পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া এলাকার মইন উদ্দিনের ছেলে ও আহত সুজন একই এলাকার শাহজাহানের ছেলে। গুরুতর আহত অবস্থায় সুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা যায়, মঙ্গলবার বিকেল ৫টার দিকে নকলা পৌর শহরের উকিলপাড়া এলাকায় ঢাকা-শেরপুর মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ট্রাকের চাপায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আনন্দ মারা যায়। পরে স্থানীয়রা আহত সুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আলমগীর হোসেন শাহ জানান, পুলিশ ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে। ওই ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। Related posts:নালিতাবাড়ীতে সীমান্তে ২ কোটি ৩২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দশুভ জন্মদিন প্রিয় নির্বাহী সম্পাদকশেরপুরে মডেল গার্লস ডিগ্রী কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল Post Views: ৩৭০ SHARES শেরপুর বিষয়: