শেরপুরে মুক্তিযুদ্ধের সংগঠক আমজাদ হোসেন’র কুলখানি অনুষ্ঠিত

প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৯

স্টাফ রিপোর্টার ॥ সেক্টর কমান্ডারস ফোরাম শেরপুর জেলা শাখার সভাপতি ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শেরপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক শ্যামলী পত্রিকার নির্বাহী সম্পাদক প্রয়াত আমজাদ হোসেন’র কুলখানি ৬ সেপ্টেম্বর শুক্রবার বাদ আসর শেরপুর জেলা শহরের পৌর সভার শীতলপুর মহল্লার হাজী কলিম উদ্দিন অটোরাইস মিল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ আগস্ট শনিবার দুপুর ১২টার দিকে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে আমজাদ হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

শেরপুর শহরের শীতলপুর মহল্লায় জন্মগ্রহণকারী মো. আমজাদ হোসেন রাজনীতির পাশপাশি ব্যবসা এবং সমাজসেবামুলক কর্মকান্ডে নেতৃত্ব দিয়েছেন। মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলন, যুদ্ধাপারধিদের বিচার এবং সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে তিঁনি সবসময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ছাত্র জীবনেই তিঁনি ছাত্র রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন। স্বাধীনতা পূর্ববর্তী সময়ে অবিভক্ত জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭০ সালে শেরপুর কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। শেরপুর পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিঁনি শেরপুর উপজেলা আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ ও রোটারী ক্লাবের সভাপতি এবং জেলা যুবলীগ, রেডক্রিসেন্ট সোসাইটি, জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিঁনি বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিঁনি শেরপুর শহরের শীতলপুর এলাকায় হাজী কলিমদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন এবং শেরপুর সরকারি কলেজ ও শেরপুর সরকারি মহিলা কলেজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। মৃত্যুর আগ পর্যন্ত তিঁনি শেরপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য, সেক্টর কমান্ডারস ফোরাম শেরপুর জেলা শাখার সভাপতি এবং সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্ষদের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তাঁর কুলখানিতে সাবেক পৌর চেয়ারম্যান লুৎফর রহমান মোহন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল, সাবেক মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আ স ম নুরুল ইসলাম হীরু, সদর উপজেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা এডভোকেট মোখলেসুর রহমান আকন্দ, বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আক্তারুজ্জামান শেরপুর চেম্বার সভাপতি আলহাজ্ব আসাদুজ্জামান রওশন, শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোঃ আতিউর রহমান মিতুল, শেরপুর চেম্বার সভাপতি সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত, সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ মাসুদ, শেরপুর প্রেসক্লাব সভাপতি মোঃ শরিফুর রহমান, সাপ্তাহিক শ্যামলী শেরপুরের ব্যবস্থাপনা সম্পাদক উমর ফারুক, উপদেষ্টা মাহবুবুর রহমান লিটনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কুলখানি অনুষ্ঠানে প্রয়াত আমজাদ হোসেন’র রুহের শান্তিকামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।