শেরপুরের নকলায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২০ নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুর জেলার নকলা উপজেলায় মুক্তিযোদ্ধা আব্দুর রফিক মঞ্জুু (৭৪) মারা গেছেন (ইন্নালিল্লাহিৃৃরাজিউন)। তিনি ২০ সেপ্টেম্বর রবিবার রাত পৌণে ১০টার দিকে উপজেলার গণপদ্দী ইউনিয়নের গজারিয়া গ্রামের কিংকরপুর ফকিরবাড়ি এলাকার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মারা যান। তিনি স্ত্রী, দুই মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার সাড়ে ১১টার সময় কিংকরপুর ফকিরবাড়ি প্রাঙ্গনে মুক্তিযোদ্ধা আব্দুর রফিক মঞ্জুুর লাশ দাফনের আগে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। ওইসময় নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আবুল মনসুর, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ, গণপদ্দী ইউপির চেয়ারম্যান শামছুর রহমান আবুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে ফকিরবাড়ির পারবারিক গোরস্থানে তার লাশ দাফন করা হয়। তার মৃত্যুতে আওয়ামী লীগ ও যুব লীগের নেতাকর্মীসহ ও বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। Related posts:ধর্ষকদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে শেরপুরে মানববন্ধনশেরপুরের নাকুগাঁও স্থলবন্দর দিয়ে সাময়িকভাবে আমদানি বন্ধনকলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Post Views: ৩৮৮ SHARES শেরপুর বিষয়: