বাহামাসে ডোরিয়ানের আঘাত, এখনও নিখোঁজ ২৫০০ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৯ আন্তর্জাতিক ডেস্ক : বাহামা দ্বীপপুঞ্জে ধ্বংসলীলা চালিয়েছে ঘূর্ণিঝড় ডোরিয়ান। এখনও পর্যন্ত সেখানে প্রায় দুই হাজার ৫শ মানুষ নিখোঁজ রয়েছে। দেশটির প্রধানমন্ত্রী হাবার্ট মিনিস জানিয়েছেন, ঘূর্ণিঝড়ে ৫০ জনের মৃত্যু হয়েছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। প্রায় এক সপ্তাহ আগে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় ডোরিয়ান। এর মধ্যেই প্রায় ২৫০০ মানুষের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বুধবার এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, যারা বাড়ি-ঘরে ছেড়ে আশ্রয়কেন্দ্রে গিয়েছেন তাদের অনেকের সঙ্গেই যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে প্রকৃতপক্ষেই ২৫০০ জন নিখোঁজ রয়েছে কীনা সে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রধানমন্ত্রী হাবার্ট মিনিস জাতির উদ্দেশে দেয়া এক টেলিভিশনের ভাষণে জানিয়েছেন, ডোরিয়ানের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জন। তবে আরও অনেক মানুষ নিখোঁজ থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। ক্যারিবীয় অঞ্চলের অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড় ডোরিয়ানের আঘাতে পুরো বাহামা দ্বীপপুঞ্জ এখন লণ্ডভণ্ড। জাতিসংঘ জানিয়েছে, সেখানে ৭০ হাজার মানুষের জরুরি মানবিক ত্রাণ সহায়তা প্রয়োজন। গত সপ্তাহে প্রায় তিনদিন বাহামা দ্বীপপুঞ্জে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড়। Related posts:শতাব্দীর অন্যতম ‘শ্রেষ্ঠ বর্বরতা’ গাজায় ইসরায়েলি আগ্রাসন: এরদোয়ানকরোনা ভাইরাস প্রজন্মকে শিক্ষা বিপর্যয়ের মুখে ফেলেছে: জাতিসংঘ মহাসচিবমেক্সিকোতে পুলিশের গাড়িতে হামলায় নিহত ১৪ Post Views: ১৯১ SHARES আন্তর্জাতিক বিষয়: