নকলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২১ নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুর জেলার নকলা উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে হাসমত আলী ওরফে হাসু (৫০) নামে এক শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। ১৫ মার্চ সোমবার দুপুরে তাকে উপজেলার পাঠাকাটা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। হাসমত উপজেলার পাঠাকাটা ইউনিয়নের কুড়েরপাড় এলাকার মৃত আব্দুল জুব্বারের পুত্র। এদিকে ধর্ষণের শিকার গৃহবধূর ডাক্তারী পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা যায়, হাসমত আলীর ছেলে দীর্ঘদিন থেকে ঢাকায় কাঁচামালের ব্যবসা করে। এজন্য সে কয়েক মাস পরপর বাড়িতে আসতো। এ সুযোগে গত ৬ মার্চ দুপুরে হাসমত তার পুত্রবধূকে ঘরের ভেতরে ডেকে নিয়ে দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করে। ওই ঘটনায় রবিবার রাতে পুত্রবধূ বাদী হয়ে নকলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে সোমবার তার শ্বশুর হাসুকে গ্রেফতার করে পুলিশ। এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুশফিকুর রহমান জানান, ধর্ষণের অভিযোগে পুত্রবধূর দায়ের করা মামলায় তার শ্বশুর হাসুকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিম পুত্রবধূকে ডাক্তারী পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে ও গ্রেফতারকৃত শ্বশুর হাসুকে আদালতে প্রেরণ করা হয়েছে। Related posts:শ্রীবরদীতে খাল খনন কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক মোমিনুর রশীদঝিনাইগাতীতে হাতী তাড়াতে জগ লাইট বিতরণশেরপুরে কর্মহীনদের মাঝে জেলা প্রশাসকের খাদ্যসামগ্রী বিতরণ Post Views: ৫১২ SHARES নারী ও শিশু বিষয়: