বিডি ক্লিন টিমের পরিচ্ছন্নতা অভিযান এবার শেরপুর সদর হাসপাতালে

প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০১৯

স্টাফ রিপোর্টার : ‘পরিচ্ছন্ন বাংলাদেশের গড়ার স্বপ্নে’ “পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকেই” এ শ্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের উদ্যোগে শেরপুর সদর হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
১৩ সেপ্টেস্বর শুক্রবার বিকেলে শেরপুর সদর হাসপাতাল চত্ত্বরে ওই অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি সিভিল সার্জন ডাঃ রেজাউল করিম। পরে তিনি বিডিক্লিন সদস্যসহ অন্যান্যদের বিডি ক্লিনের শপথবাক্য পাঠ করান।
বিডিক্লিন শেরপুরের সমন্বয়ক আল আমিন রাজুর সভাপতিত্বে ওইসময় অন্যান্যের মধ্যে বিডি ক্লিন শেরপুর এর উপদেষ্টা মন্ডলি সদস্য ও মানবাধিকার কর্মী শামীম হোসেন, সংগঠনের সহ-সমন্বয়ক ও রক্তসৈনির বাংলাদেশ এর সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান শামীম, শাপলা চত্ত্বর ইউনিটের ইউনিট প্রধান হাসানুল বান্না সিফাত, শহীদ দারোগ আলী ইউনিট প্রধান আনিসুর রহমান ও রাকিবুল হাসান রানা,
দশকাহনিয়া  ইউনিটের প্রধান আমির হামজা, শীশমহল ইউনিট প্রধান ব্রিজের বেবী সিসিম,
ডিসি উদ্যান ইউনিটের কারিমুল ইসলাম, মমিনবাগ ইউনিট প্রধান হাসি বুল হাসান শান্ত, পায়রা চত্বর ইউনিটের দিপ, শের আলী গাজী সহ ইউনিট প্রধান সজিব আহমেদ, পুলিশ লাইন ইউনিট প্রধান আশরাফুল আলম, রংমহল ইউনিটের অনিপ্ত অনিক, অর্কিড ইউনিটের মডারেট আলম রাতুল সহ সদস্যরা উপস্থিত ছিলেন
পরে অতিথিসহ সংগঠনটির অর্ধশতাধিক নারী-পুরুষ সদস্য হাতে ঝাড়ু নিয়ে ও মুখে মাস্ক পড়ে হাসপাতাল চত্ত্বরের চারপাশের বিভিন্ন ময়লা-আবর্জনা পরিস্কার করে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলেন। সেইসাথে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের নিজেদের আশেপাশে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে সচেতন হওয়ার পরামর্শ দেন।   
আয়োজক সংগঠনের সমন্বয়ক আল আমিন রাজু বলেন, জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে তাদের ওই কার্যক্রম অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে তা পুরো শহরে সম্প্রসারণ করা হবে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিডি ক্লিন শেরপুর এর এমন সময় উপযোগী পরিচ্ছন্নতা অভিযানের প্রসংশা করে বিডি ক্লিন শেরপুর টিমের পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন।