শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার ঘটনায় ১২১ জনের বিরুদ্ধে মামলা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:১২ পূর্বাহ্ণ, আগস্ট ৫, ২০২১ শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর বাজারে লকডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে আরো ১০০ জনকে অজ্ঞাতসহ মোট ১২১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শ্রীবরদী উপজেলা পরিষদের সিএ মো: কামরুজ্জামান বাদী হয়ে সরকারী কাজে বাধা দেয়ায় একটি অভিযোগ দায়ের করেন। ৪ আগষ্ট দুপুরে শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় স্থানীয় কতিপয় ব্যবসায়ী ভ্রাম্যমান আদালত ও আইন শৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালায়। মাইকিং করে লোক জড়ো করে হামলার ঘটনা ঘটায়। এ সময় ময়মনসিংহ বিজিবি-৩৯ ব্যাটালিয়ানের সদস্য রবিউল ইসলাম ও সবুজ মিয়া এবং পুলিশের এএসআই আজহারুল হক ও কনস্টেবল জান্নাত মিয়া আহত হন। এ ব্যাপারে শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) মো: মোমিনুর রশিদ জানান, সরকার ঘোষিত লকডাউনে যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। হামলাকারীদের কোন ছাড় দেওয়া হবে না। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস জানান, ওই ঘটনায় শ্রীবরদী উপজেলা পরিষদের সিএ মো: কামরুজ্জামান বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি মামলা দিয়ছেন। এতে ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১শ জনসহ ১২১ জনের নামে মামলা রেকর্ড করা হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে। Related posts:শ্রীবরদীতে সড়ক নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে অবহিতকরণ সভাঝিনাইগাতী সদর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেনের দাফন সম্পন্নশেরপুরে আইনজীবী নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন সাবেক এমপি শ্যামলী Post Views: ৫৬১ SHARES শেরপুর বিষয়: