শেরপুরে বিটিসিএল অফিসে আগুন, টেলিফোন সেবা বন্ধ

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২১

স্টাফ রিপোর্টার : শেরপুরে ২২ আগস্ট রবিবার ভোরে বিটিসিএল ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত সুইচ কন্ট্রোলরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিস ও বিটিসিএল কর্মকর্তারা। তবে এতে কেউ হতাহত হয়নি। এদিকে অগ্নিকাণ্ডের কারণে সুইচরুম ক্ষতিগ্রস্ত হওয়ায় জেলায় টেলিফোন সেবা পুরোপুরি বন্ধ রয়েছে। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিটিসিএল ময়মনসিংহের মহাব্যবস্থাপক আবুল কালাম আজাদ, জামালপুর-শেরপুর জোনের উপ-মহাব্যবস্থাপক জয়নাল আবেদীনসহ উর্ধ্বতন কর্মকর্তা।
বিটিসিএল শেরপুরের সহকারী ব্যবস্থাপক (টেলিকম) ইসমাইল হোসেন জানান, আমাদের আরও একটি উন্নত প্রযুক্তির নতুন সুইচ কন্ট্রোল রুম চালুর অপেক্ষায় রয়েছে। সেটির মাধ্যমে টেলিফোন সেবা চালু করার চেষ্টা করা হচ্ছে।
বিটিসিএলের জামালপুর-শেরপুর জোনের উপমহাব্যবস্থাপক জয়নাল আবেদীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্তের পর বিস্তারিত জানানো যাবে। আমরা আমাদের উর্ধ্বতন কর্মকর্তাদের লিখিতভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও সার্বিক পরিস্থিতি জানাচ্ছি। তিনি আরও জানান, ওই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
এ ব্যাপারে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সুবল চন্দ্র দেবনাথ জানান, ভোর সাড়ে চারটার দিকে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত সাপেক্ষে বলা যাবে।