ঝিনাইগাতীতে ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদে মানববন্দন

প্রকাশিত: ১০:২৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৯

ঝিনাইগাতী প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ফাকরাবাদ বাজারের ব্যবসায়ী মমিনকে অন্যায়ভাবে মারধরের ঘটনা ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর, বুধবার বেলা ১২টায় উপজেলার ফাকরাবাদ বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির আয়োজনে ওই মানববন্ধন পালিত হয়। ব্যবসায়ীরা অভিযোগ করেন, একই এলাকার মৃত আব্দুল খালেকের পুত্র আহসান মিয়া (৩৫) ও তার ভাই আব্দুল আজিজ (৪৫)সহ বেশ কয়েকজন ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে মমিনের দোকানে গিয়ে অন্যায়ভাবে হামলা চালায় ও মার পিট করে। ব্যবসায়ীরা তাদের নিরাপত্তার দাবিসহ আহসানকে গ্রেফতার ও বিচার দাবি জানান। আহসান ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ব্যবসায়ী আবু সালেহ, হযরত আলী, হাদিউল ইসলাম, শিক্ষক শামছুল ইসলামসহ অনেকেই অভিযোগ করেন তার দাপটে দোকান করাই আমাদের জন্যে হুমকি হয়ে গেছে, তার অন্যায় কথা বা দাবি না মানলেই অপমান অপদস্ত হতে হয় দিনে দিনে সে বেপরোয়া হয়ে উঠছেন আরো অভিযোগ সে নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নলকুড়া ইউনিয়ন এর আওয়ামীলীগ এর সভাপতি আয়ূব আলী ফর্সার সাথে সর্ব সময় থাকেন এতেও তার ক্ষমতা। এসবের কারনে বাংলাদেশ আওয়ামীলীগ এর সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে মমিন বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানাযায়।