কোভিড-১৯ টিকাদান কার্যক্রমকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে সরকার : স্পিকার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২১ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে আজ সংসদ ভবনে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিরুজিমাথ সামির সৌজন্য সাক্ষাৎ। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, কোভিড-১৯ টিকাদান কার্যক্রমকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে সরকার। সারাদেশের মানুষকে কোভিড-১৯ ভ্যাক্সিনেশনের আওতায় নিয়ে আসতে নিরলসভাবে কাজ করছে সরকার। রাজধানীর জাতীয় সংসদ ভবনস্থ স্পিকারের কার্যালয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিরুজিমাথ সামি আজ সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন। সংসদের গণসংযোগ বিভাগ জানায়, সাক্ষাৎকালে অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসার, কোভিড-১৯ টিকাদান কার্যক্রম, সংসদীয় মৈত্রী গ্রুপ, মালদ্বীপে বাংলাদেশি শ্রমবাজার প্রভৃতি নিয়ে আলোচনা করেন। স্পিকার বলেন, কোভিডকালীন অর্থনীতিতে বৈশ্বিক মন্দা বিরাজ করলেও বাংলাদেশে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষের দৈনন্দিন জীবন স্বাভাবিক রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময়োপযোগী কার্যক্রম গ্রহণ করেছেন। এসময় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসারে মালদ্বীপের ধারাবাহিক সহযোগিতা কামনা করেন। একইসঙ্গে পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের মাধ্যমে মালদ্বীপের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক সুসংহতকরণ সম্ভব বলে উল্লেখ করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব আঞ্চলিক অফিসের আঞ্চলিক পরিচালক হিসেবে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন করায় মালদ্বীপ সরকারকে ধন্যবাদ জানান। মালদ্বীপের হাইকমিশনার শিরুজিমাথ সামির বাংলাদেশের সাথে সুদৃঢ় কূটনৈতিক সু-সর্ম্পকের ধারাবাহিকতা স্মরণ করে বলেন, কোভিড মহামারির মধ্যেও স্বাস্থ্যবিধি অনুসরণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হয়েছে যা প্রশংসনীয়। হাইকমিশনার পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। Related posts:একুশ আগস্ট গ্রেনেড হামলার দায় খালেদা জিয়ারও: তথ্যমন্ত্রী৭৫ পরবর্তী সামরিক হত্যার তথ্যের খোঁজ নেওয়া হবে : প্রধানমন্ত্রীএক সপ্তাহ পর বিধিনিষেধের বিষয়ে পরবর্তী নির্দেশনা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী Post Views: ১২৭ SHARES জাতীয় বিষয়: