ময়মনসিংহের গৌরীপুরে আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীকে জরিমানা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২১ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে মাওহা ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ২০ ডিসেম্বর সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই প্রার্থীকে জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ। জানা গেছে, মাওহা ইউনিয়ন পরিষদের ইউপি নির্বাচনে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী নূর মোহাম্মদ কালন আচরণবিধি লঙ্ঘন করে সোমবার নির্বাচনী এলাকায় মোটরসাইকেল শোডাউন করে। খবর পেয়ে ভ্রাম্যামাণ আদালত অভিযান চালিয়ে ওই প্রার্থীকে ৫ হাজার টাকা জরিমানা করে। অপরদিকে মাওহা ইউনিয়ন পরিষদের ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রমিজ উদ্দিন আচরণবিধি লঙ্ঘন করে নির্ধারিত সময়ের পূর্বে নির্বাচনী প্রচার মাইক বের করে। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ওই প্রার্থীকে ৫ হাজার টাকা জরিমানা করে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। Related posts:কেন্দ্রে ভোটার আনার দায়িত্ব আমাদের নয়: রাজশাহীতে ইসি রাশিদাসাজেক পর্যটনকেন্দ্রে আগুনআরএমপি পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করলেন পুলিশ কমিশনার আনিসুর রহমান Post Views: ১৯৩ SHARES সারা বাংলা বিষয়: