দেশের জন্য প্রাণ দিলেও ভাইয়ের মরদেহ পেতে টাকা গুনতে হলো! অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ণ, জুন ৭, ২০২২ চট্টগ্রামের সীতাকুণ্ডে আগুন নেভাতে গিয়ে প্রাণ দেন ফায়ার ফাইটার রমজানুল ইসলাম রনি। দেশের জন্য প্রাণ দিলেও সেই রনির মরদেহ আনতে চট্টগ্রাম মেডিকেল কলেজে টাকা দিতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার। রনির ছোট ভাই তারিকুল ইসলাম রকি বলেন, আমরা মরদেহ শনাক্ত করার পরও অজ্ঞাতনামা থেকে নাম কাটাতে চট্টগ্রাম মেডিকেল কলেজের ডোমদের টাকা দিতে হয়েছে। ওইসময় রকি আক্ষেপ করে বলেন, দেশের জন্য প্রাণ দিলেও ভাইয়ের মরদেহ পেতে টাকা গুনতে হলো। ৭ জুন মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় নিজ এলাকা শেরপুর সদরের হেরুয়া বালুরঘাটে রমজানুল ইসলাম রনির মরদেহ এসে পৌঁছায়। নিহতের চাচা জানান, প্রায় দেড় বছর আগে দমকল বিভাগে চাকরি হয় রনির। চার ভাইবোনের মধ্যে বড় ছিলো রনি। প্রায় তিনমাস আগে চট্টগ্রামের সীতাকুণ্ডে বদলি হয়ে সেখানেই স্ত্রীসহ বসবাস করছিল। Related posts:ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে শেরপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণশেরপুরে ধানের নতুন জাত বিনা ২৫ বিষয়ে কৃষকদের সাথে মাঠ দিবস অনুষ্ঠিতনকলা প্রেসক্লাবের কমিটি গঠন Post Views: ১,৪৪০ SHARES শেরপুর বিষয়: