শেরপুরে জমে উঠেছে দূর্গা পূজার কেনাকাটা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০১৯ স্টাফ রিপোর্টার ॥ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে শেরপুরে জমে উঠেছে কেনাকাটা। উৎসবের রঙ লাল-সাদাকে প্রাধান্য দিয়ে বাহারী ডিজাইনের পোশাক কিনতে মার্কেটগুলোতে ভিড় করছেন সব বয়সী মানুষ। ষষ্ঠী থেকে দশমী পুজার প্রতিদিনই কোন সাজে সাজবে প্রিয় কন্যা, তাই কেনাকাটায় ব্যস্ত মমতাময়ী বাবা আর মা। পিংকির বাবা-মার মতো অরুণেরও চিন্তা কোন রঙের শাড়িতে মানাবে মা, শাশুড়ি আর প্রিয়তমা স্ত্রীকে। তাই শাড়ির এক দোকান থেকে অন্য দোকানে ছুটে চলা তার। তিনি বলেন, মা, শাশুড়ি, বাসার ছোট সবার জন্যই কেনাকাটা করেছি। অষ্টমীর দিন সকালে আমি মূলত শাড়ি পরি। আবার রাতে পুজা দেখতে বের হই গর্জিয়াস কোনো পোশাকে। নিজের পছন্দের পোশাক কেনার পাশাপাশি পরিবারের অন্য সদস্যদের কথা চিন্তা করে কেনাকাটা করছেন অনেকেই। তবে উৎসবের রঙের পাশাপাশি গরমের কথা মাথায় রেখে সুতি এবং হাফ সিল্কেই সন্তুষ্ট থাকতে হচ্ছে তাদের। একজন ক্রেতা বলেন, আমি মূলত মন্দিরের ছাপাওয়ালা পোশাক খুঁজছি। লাল রঙ্গের হলে বেশি পরা হয়। আর কাপড়ের ক্ষেত্রে হাল্ফ সিল্ক। ক্রেতাদের রুচির কথা চিন্তা করে হাল ফ্যাশনের পোশাক আনছেন বিক্রেতারাও। দিন বাড়ার সাথে সাথে বিক্রি বাড়ার প্রত্যাশা তাদের। বিক্রেতারা জানান, পূজায় মেয়েদের জন্য পাথরের কাজওয়ালা জামাই বেশি চলছে। তবে বেশিরভাগই ঢাকা বা বড় শহর থেকে কেনাকাটা করে ফেলেন। তারা যদি শেরপুর থেকেই কেনাকাটা করতো তাহলে আমাদের অনেক লাভ হতো। তবুও বেচাকেনা খুব একটা খারাপ হচ্ছে না। পূজাকে কেন্দ্র করে পোশাকে ফ্যাশন হাউসগুলোকে আরো নতুনত্ব আনার পরামর্শ সচেতন ক্রেতাদের। Related posts:নেত্রকোনায় চাঁদা না পেয়ে ট্রাকের পেঁয়াজ-রসুন লুট, পৌর ছাত্রদলের আহ্বায়কসহ আটক ২জামালপুরে র্যাবের অভিযানে আটক দুই টিকিট কালোবাজারির জরিমানাশেরপুরে সামাজিক সংগঠন ঢাকলহাটী তরুণ সংঘের কমিটি গঠন Post Views: ৪৮৭ SHARES নারী ও শিশু বিষয়: