ডিসেম্বরেই হচ্ছে বঙ্গবন্ধু বিপিএল

প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০১৯

ক্রীড়া ডেস্ক : দৃশ্যমান তৎপরতা না থাকায় ডিসেম্বরে বঙ্গবন্ধু বিপিএল আয়োজন সংশয় ছড়িয়ে পড়েছিল ক্রিকেটাঙ্গনে। তবে বিসিবির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের আসর নিয়ে নীরবেই চলছে সার্বিক প্রস্তুতি। সোমবার বিসিবি পরিচালকরাও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করলেন, নির্ধারিত সময়েই হবে এবারের বিপিএল।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এ বিষয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। বঙ্গবন্ধু বিপিএল নিয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, আগের সময়েই বিপিএল হচ্ছে। ৬ ডিসেম্বরের যে সিডিউল দেওয়া আছে সেটাই ঠিক আছে। এজন্য ক্রিকেট বোর্ডে কাজ শুরু হয়ে গেছে। আমাদের সিইও ম্যানেজারদের নিয়ে হোম ওয়ার্কগুলো করার কথা। যে পেপারস ওয়ার্ক করার কথা সেটা নিয়ে এরই মধ্যে কাজ শুরু হয়ে গেছে। আশা করি কাজগুলো হয়ে গেলে, যে স্পন্সর পার্টনার আমাদের নেওয়ার কথা আছে তাদের সঙ্গে বসব।’

একই কথা বলেছেন আরেক পরিচালক আকরাম খানও। ক্যাসিনো-কাণ্ডে একজন বোর্ড পরিচালক গ্রেফতার হওয়ার পরিপ্রেক্ষিতে যে গুঞ্জন আছে, সেটি কোনো প্রভাব ফেলবে না বলে জানান জাতীয় দলের সাবেক এই অধিনায়ক, ‘ক্যাসিনো-কাণ্ডে বিপিএল আটকাবে না। ঠিক সময়েই বিপিএল হবে।’ 

প্রথমবারের মতো বোর্ডের সরাসরি তত্ত্বাবধানে হতে যাওয়া এই টি-২০ প্রতিযোগিতায় কী ধরনের পরিবর্তন আসবে, সে সম্পর্কে জালাল ইউনুস জানান, ‘লিগের ফরম্যাট একই থাকবে। আগে যেমন চারজন বিদেশি খেলোয়াড় ছিল, এখনও চারজনই থাকবে। যদি কোনো ফ্র্যাঞ্চাইজি আগে কোনো বিদেশি প্লেয়ার নিয়ে থাকে বা নিবন্ধন করে থাকে এবং তারা যদি ফ্রি থাকে তাহলে আমরাও তাদের প্রস্তাব দিতে পারি যে, তারা অংশগ্রহণ করবে কি-না।’ সিডিউল অনুসারে ৬ ডিসেম্বর প্রথম ম্যাচ মাঠে গড়ানোর আগে ৩ ডিসেম্বর উদ্বোধন অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।