শেরপুর সদর উপজেলা নির্বাচনে, নৌকার প্রার্থী রফিকুল ইসলামের বিজয় নিশ্চত করতে শ্রমিক নেতা আরিফ রেজা’র কর্মীসভা

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০১৯

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামের পক্ষে ৭ অক্টোবর সদর উপজেলার ডুবারচর বাজারে জেলা ট্রাক মিনি ট্রাক শ্রমিক ইউনিয়নের উপ-কমিটির কার্যালয়ে কর্মীসভা করছেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও জেলা ট্রাক মিনি ট্রাক ট্যাংকলড়ী ও কভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আরিফ রেজা। কর্মীসভায় তিনি বলেন শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রগতির ধারাবাহিকতা রক্ষায় ১৪ অক্টোবর শেরপুর উপজেলা নির্বাচনে নৌকার মাঝি রফিকুল ইসলামের বিজয় নিশ্চত করতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের প্রতি আহবান জানান।
এসময় জেলা ট্রাক মিনি ট্রাক ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হোসেন আলী, কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও ডুবারচর বাজার উপ-কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।