দৃষ্টি দিবস উপলক্ষে শেরপুরে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০১৯ স্টাফ রিপোর্টার ॥ ‘সবার আগে দৃষ্টি’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে বিশ্ব দৃষ্টি দিবস-২০১৯ উপলক্ষে শেরপুরে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১০ অক্টোবর বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন অফিস ও শেরপুর ডায়াবেটিক সমিতির উদ্যোগে শহরের মাধবপুরস্থ ডায়াবেটিক হাসপাতাল চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে ডায়াবেটিক হাসপাতাল মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোবারক হোসেন। শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিব শঙ্কর কারুয়া শিবু, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, দেবাশীষ দাস মিলন, দৃষ্টি প্রতিবন্ধী নয়ন মিয়া ও ফজলুল হক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু। সভায় জানানো হয়, আধুনিক চক্ষু চিকিৎসা প্রযুক্তি ও আন্তর্জাতিক মানের চক্ষু সেবা দিতে শেরপুর ডায়াবেটিক হাসপাতালের সাথে ৩ বছরের চুক্তি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক উড়ন্ত চক্ষু হাসপাতাল ‘অরবিস ইন্টারন্যাশনাল’। এর মাধ্যমে শেরপুরের দৃষ্টি প্রতিবন্ধীসহ চোখের যেকোন সেবা পাবেন শেরপুরবাসী। Related posts:ঝিনাইগাতীতে ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদে মানববন্দনময়মনসিংহে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২৪ সেপ্টেম্বর সিলেট-৩ আসনের উপনির্বাচন Post Views: ২৫০ SHARES সারা বাংলা বিষয়: