এসেই সেঞ্চুরির দেখা পেলেন লিটন দাস অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৯ অনলাইন ডেস্ক : সম্প্রতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অংশ নিয়েছিলেন লিটন দাস। ফলে চলমান জাতীয় লিগের প্রথম রাউন্ড খেলতে পারেননি তিনি। তবে দ্বিতীয় রাউন্ডে নেমেই সেঞ্চুরির দেখা পেলেন লিটন দাশ। রংপুর বিভাগের হয়ে অষ্টম সেঞ্চুরি করা এই ডানহাতি প্রথম শ্রেণির ক্যারিয়ারে ১৪তম তিন অঙ্কের দেখা পেলেন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা ঢাকা বিভাগ সাইফ হাসানের ডাবল সেঞ্চুরিতে ৮ উইকেট হারিয়ে ৫৫৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করে। জবাবে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে লিটেনর ব্যাটে ভালোই জবাব দিতে থাকে রংপুর।দ্বিতীয় দিন ৫১ রানে অপরাজিত থাকা লিটন তৃতীয় দিন সেঞ্চুরি পূর্ণ করলেন। ১৩৩ বলে ১৩টি চারের সাহায্যে তিনি এই লক্ষ্যে পৌঁছান। এর আগে পূর্বাঞ্চলের হয়ে বিসিএলে করেছেন ১৬ ম্যাচে ৬ সেঞ্চুরি। কিন্তু টেস্ট ক্রিকেটের মতো বাংলাদেশ ‘এ’ দলের হয়েও তার ব্যাট থেকে আসেনি সেঞ্চুরি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪৯ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৭৪ রান করেছে রংপুর। লিটন ১১১ ও নাঈম ইসলাম ৫১ রানে অপরাজিত আছেন। Related posts:স্ট্রিক মারা যাননি, বিভ্রাট ছড়িয়েছেন সতীর্থআফগানদের হটিয়ে ফাইনালে বাংলাদেশের যুবারাপাঁচ মাস পর মুক্ত হলেন রোনালদিনহো Post Views: ১৯৮ SHARES খেলাধুলা বিষয়: