জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলায় সাফল্যের স্বাক্ষর রাখছে পুলিশ : আইজিপি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৩ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও বাংলাদেশ পুলিশ ক্রীড়া পরিষদের সভাপতি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম বলেছেন, বাংলাদেশ পুলিশ নিরলসভাবে দায়িত্ব পালন করে দেশের স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখছে। তেমনি ক্রীড়া ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন খেলায় ভালো করছে। তিনি বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুরে পিএসসি কনভেনশন হলে বাংলাদেশ পুলিশ ক্রীড়া পরিষদের আয়োজনে ‘স্পোর্টস ইভিনিং ২০২৩’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোঃ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এআইজি (এডুকেশন, স্পোর্টস অ্যান্ড কালচার) ও বাংলাদেশ পুলিশ ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা। বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপিগণ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং পুলিশের ১৮টি ক্লাবের প্রায় আটশত খেলোয়াড় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আইজিপি কাপ টেনিস টুর্নামেন্ট ২০২৩ এর সিঙ্গেল চ্যাম্পিয়ন ডিএমপির এডিসি (ফোর্স) শরিফুল আলম ও ডাবল এ চ্যাম্পিয়ন হওয়া রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) ও এডিসি শরিফুল আলমকে এবং রানারআপ ডিএমপির ডিসি শহীদুল্লাহ ও এডিসি মোঃ ইহসানুল ফিরদাউসকে পুরস্কার তুলে দেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম। আনুষ্ঠানে আইজিপি বলেন, আমাদের পুলিশের টেনিস খেলোয়াড়রা বর্তমানে অনেক ভালো খেলেছেন। ভবিষ্যতে আমরা চেষ্টা করবো আমাদের পুলিশের টেনিস টিম যাতে জাতীয় পর্যায়ে খেলতে পারে। এজন্য প্রয়োজনে দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করবো। বাংলাদেশ পুলিশের খেলাধুলার একটা সোনালী অতীত রয়েছে, আমি মনে করি সেটা আবার ফিরে এসেছে। বাংলাদেশ পুলিশের টেনিস ক্লাবের পরিচালনা পর্ষদের সভাপতি অতিরিক্ত আইজিপি (সিআইডি) মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক, রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার)। সাক্ষাৎকার এ বাংলাদেশ পুলিশ টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক ও রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান বলেন, বাংলাদেশ পুলিশের অন্যান্য খেলায় ন্যায় টেনিসও সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা বাংলাদেশ পুলিশ সদস্যদের টেনিস খেলায় উৎসাহিত করতে বিভিন্ন ভাবে কাজ করে যাচ্ছি। বাংলাদেশ পুলিশ টেনিস ক্লাব ঢাকাস্থ বিভিন্ন ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টে অংশগ্রহণ করছে এবং উল্লেখযোগ্য সফলতা রয়েছে। উল্লেখ্য ২০২১ সালে বাংলাদেশ পুলিশ টেনিস ক্লাব ঢাকা ক্লাব কতৃক আয়োজিত ওপেন টেনিস টুর্নামেন্টে রানারআপ এবং ২০২৩ সালে ঢাকা ক্লাব কর্তৃক আয়োজিত ওপেন টেনিস টুর্নামেন্ট ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এভাবে বাংলাদেশ পুলিশ টেনিস ক্লাব জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম বয়ে আনবে এবং বাংলাদেশ পুলিশের মুখ উজ্জ্বল করবে। Related posts:প্রয়াত শ্রমিক নেতা সেলিম রেজা’র ১৪তম মৃত্যুবার্ষিকীতে ট্রাক শ্রমিক ইউনিয়নের শোকনারী চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকারদুর্নীতিবিরোধী অভিযান সফল করতে সকলকে এগিয়ে আসতে হবে ॥ রাষ্ট্রপতি আব্দুল হামিদ Post Views: ১,০০০ SHARES বিশেষ সংবাদ বিষয়: