জামালপুরে নিরাপদ সড়ক দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০১৯ জামালপুর প্রতিনিধি : ‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২২ অক্টোবর জামালপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেন। দিবসটি উপলক্ষে সকাল ১০টার দিকে জামালপুর শহরের বকুলতলা মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে বিআরটিএ এর সহকারী পরিচালক তন্ময় কুমার ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা হাকিম মো. সুহেল মাহমুদ, পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, আজকের জামালপুর পত্রিকার সম্পাদক এম এ জলিল, বাইক শ্রমিক ইউনিয়নের নেতা বেলাল হোসেন প্রমুখ। বক্তারা নিরাপদ সড়ক গঠনের লক্ষ্যে গাড়িচালকদের সতর্কতার সাথে গাড়ি চালানোর পরামর্শ দেন। তারা চালকদের প্রশিক্ষণ নিয়ে রাস্তায় গাড়ি চালানোর আহ্বান জানান। তাহলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। Related posts:ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যুময়মনসিংহের ফুলপুরে স্কুলছাত্রের লাশ উদ্ধারশেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় এবার ঢাবিতে ভর্তির সুযোগ পেলো দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র Post Views: ৩৪০ SHARES সারা বাংলা বিষয়: