জামালপুরে যমুনা নদীতে জেলেদের জালে ধরা ৩৮ কেজি ওজনের বাঘাইড়! অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৯ জামালপুর প্রতিনিধি : যমুনা নদীতে জেলেদের জালে ৩৮ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। ৩০ অক্টোবর দুপুর ২টায় ধরা পড়া ওই মাছটি কেটে কেজি হিসেবে জামালপুরের মেলান্দহ বাজারে বিক্রি করতে নিয়ে আসেন মাছ ব্যবসায়ী চাঁন মিয়া। চাঁন মিয়া জানান, ১০-১২ জন জেলে ২৯ অক্টোবর রাতে মাছটি যমুনা নদী থেকে জাল ফেলে ধরেন। ৩০ অক্টোবর সকালে দেওয়ানগঞ্জ উপজেলার ফুটানি বাজার ঘাট থেকে তিনি কিনে নিয়ে এসেছেন। পরে মেলান্দহ বাজারের ব্যবসায়ী ও স্থানীয় ক্রেতাদের মধ্যে প্রতি কেজি ৭০০ টাকা দরে মাছটি বিক্রি করেন তিনি। এসময় বৃহৎ আকারের এই মাছটি বাজারে তোলার পর সেটি দেখার জন্য শত শত উৎসুক জনতা ভিড় করেন। অনেকে মোবাইল ফোনে ছবি তোলেন, আবার অনেকে মাছের সঙ্গে সেলফিও তোলেন। বাঘাইড় মাছটি কেটে কেজি দরে বিক্রি করেন মাছ ব্যবসায়ী চাঁন মিয়া। ছবি : মো. আল-ফাহাদ জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( বশেফমুবিপ্রবি) এর মৎস্য বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী রিপন কুমার সানা ও মুনতাসির মাহমুদ জানান, বাঘা আইড় সিলুরিফর্মিজ বর্গের সিসোরিডি গোত্রের মাছ। এদের ৪ জোড়া গোঁফের এক জোড়া মাংসল, দেহ আঁশহীন। মাছটি রাক্ষুসে ও পেটুক গোত্রীয়৷ বাংলাদেশের সর্বত্র নদী, হাওড় এলাকায় এ মাছ পাওয়া যেত, তবে সম্প্রতি এদের তেমন দেখা যায় না। এই মাছের বৈজ্ঞানিক নাম Bagarius bagarius . আইইউসিএন বাংলাদেশ (২০০০) এর লাল তালিকা অনুযায়ী এই প্রজাতিটি বাংলাদেশে মহাবিপন্ন হিসেবে বিবেচিত। Related posts:প্রাথমিক সমাপনী পরীক্ষা শেষে রিক্সাচালকের ধর্ষণের শিকার স্কুলছাত্রীবকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের আহবায়ক কমিটি গঠিতনালিতাবাড়ীতে শেষ হলো দু’দিনব্যাপি ফাতেমা রাণীর তীর্থোৎসব Post Views: ২০৭ SHARES সারা বাংলা বিষয়: