মুমূর্ষু কিডনি রোগীকে বাঁচাতে এগিয়ে এলেন তথ্যমন্ত্রী

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০১৯

অনলাইন ডেস্ক : সাতক্ষীরা সদরের আবদুল্লাহর দু-টো কিডনিই নষ্ট হয়ে যাওয়ায় নিয়মিত ডায়ালাইসিস করতে হয় তাকে। কিছুদিন আগে অবস্থা এমন হয়েছিল যে, ডায়ালাইসিস করার মতো অর্থ সংকুলান হচ্ছিল না। ফলে যন্ত্রণাময় মৃত্যু ঘনিয়ে আসছিল তার দিকে। এমনই সময় ফেসবুকে একটি পোস্ট দেখে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ তাকে বাঁচিয়ে তুলতে এগিয়ে আসেন।

আবদুল্লাহর একমাত্র ছেলে নাজমুস সাকিবের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ২০ হাজার টাকা সাহায্য পাঠান ড. হাছান। যোগাযোগের সময় সাকিবের মা অঝোরে কাঁদছিলেন। শুধু বলছিলেন, ‘আমার স্বামীকে বাঁচান, আমার স্বামীকে বাঁচান, আমার স্বামীর অবস্থা খুব খারাপ।’

সাহায্য পেয়ে দ্রুত ডায়ালাইসিসের পর আবার সুস্থ হয়ে ওঠা আবদুল্লাহকে ঘিরে ভীষণ উৎফুল্ল পরিবারটি।

নাজমুস সাকিব বলেন, ‘আমরা তথ্যমন্ত্রী স্যারের জন্য সবসময় দোয়া করি, আল্লাহ তার মঙ্গল করুন, তিনি দীর্ঘজীবী হোন। তার দেয়া সাহায্যে আমার বাবার এক মাসের ডায়ালাইসিস হয়ে যাবে।’