ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদকের রুমে ভাঙচুর অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ণ, জুলাই ১৭, ২০২৪ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের রুমে ভাঙচুর চালিয়েছে সাধারণ বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বুধবার (১৭ জুলাই) জসীমউদ্দীন হলে তানভীরে হাসান সৈকতের ৩১৮ নম্বর রুম ভাঙচুর করে সাধারণ শিক্ষার্থীরা। তিনি নিজে থাকতেন সেই রুমে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই হলের এক শিক্ষার্থী জানান, ক্যান্ডিডেটের সবাই ভয় পালিয়েছে। সাধারণ সম্পাদকের রুমে ভাঙচুর করার পরে ভয়ভীতি বিরাজ করছে ছাত্রলীগের নেতাকর্মীদের উপর তারা সকলে পালিয়ে ভিসি চত্বরে অবস্থান নিয়েছে। বিষয়টি নিয়ে তানভীর হাসান সৈকতের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। উল্লেখ্য, ১৫ জুলাই ছাত্রলীগের ভয়াবহ হামলা হয় সাধারণ শিক্ষার্থীদের ওপর। আন্দোলনকারী এবং সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ বহিরাগত ছাত্র টোকাই এনে ঢাকা বিশ্ববিদ্যালয় নারী এবং পুরুষ শিক্ষার্থীদের ওপর ব্যাপক হামলা চালানো হয়। হতাহত হয় প্রায় ১ হাজার শিক্ষার্থী। এরপর থেকে একের পর এক হলে বিদ্রোহ শুরু হয় ছাত্রলীগের বিরুদ্ধে। শিক্ষার্থীরা একে দেখছেন দীর্ঘদিন থেকে জমা হওয়া ক্ষোভের অংশ হিসেবে। Related posts:মাছের প্রজননে বাধা দিয়ে মানুষ দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে: মৎস্য উপদেষ্টা৬০ দিনের মধ্যেই এসএসসি পরীক্ষার ফল : শিক্ষা উপদেষ্টাভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে প্রচারিত প্রতিবেদনের প্রতিবাদ আইএসপিআরের Post Views: ৭৮ SHARES জাতীয় বিষয়: