রিমান্ড শেষে কারাগারে সাবেক আইজিপি শহীদুল হক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৪ সাত দিনের রিমান্ড শেষে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হককে কারাগারে পাঠিয়েছেন আদালত।বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে ঢাকার একটি আদালত এ আদেশ দেন। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গত ৩ সেপ্টেম্বর শহীদুল হককে উত্তরা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরেরদিন সকালে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে বিচারক তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। Related posts:ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যায় বড় ভাইয়ের মৃত্যুদণ্ডমিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা মামলার রায় ২৩ জানুয়ারিপলক টুকু সৈকতের ১০ দিনের রিমান্ড Post Views: ৬৫ SHARES আইন-আদালত বিষয়: