নেতাকর্মীদের প্রতি আওয়ামী লীগের দুই নির্দেশনা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৪ চলমান অবস্থায় দলীয় নেতাকর্মীদের দুটি নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। এ নির্দেশনায় দলীয় নেতাকর্মীদের আইনের আশ্রয় প্রার্থনা করতে বলা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দলটির ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, জাতিসঙ্ঘের মানবাধিকার কমিশনের তথ্য অনুসন্ধান টিম এখন বাংলাদেশে। তারা ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া সব ঘটনার তথ্য সংগ্রহ করবে এবং গোপনীয়তা রক্ষা করবে। নির্দেশনায় বলা হয়, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ও তাদের পরিবারের প্রতি জরুরি নির্দেশনা; আপনি বা আপনার পরিবারের সাথে ঘটে যাওয়া অত্যাচার, নির্যাতন, হত্যাকাণ্ড, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার বিবরণ লিখে ১. থানায় অভিযোগ দিন, ২. অভিযোগ না নিতে চাইলে সাধারণ ডায়েরি করুন। এতে আরও বলা হয়, যদি সাধারণ ডায়েরিও করতে না দেয়—আমরা জাতিসংঘের তদন্ত টিমের কাছে দলীয়ভাবে অভিযোগ দেবো। Related posts:জাতির পিতা বঙ্গবন্ধু’র স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ : তথ্য প্রতিমন্ত্রীআজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিনআ.লীগের আলোচনা সভা চলছে, নেতাকর্মীদের ঢল Post Views: ১৫৪ SHARES রাজনীতি বিষয়: