মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে ৩ নারী পোশাক শ্রমিক নিহত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৪ মানিকগঞ্জে পোশাক শ্রমিকদের বহনকারী বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন নারী শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার বোয়ালী ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বাসটি মানিকগঞ্জের তারাসিমা গার্মেন্টসের বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, সকালে বোয়ালী ব্রিজ এলাকায় বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। আহত হন অন্তত ২২ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরও দুই নারী মারা যান। নিহতরা হলেন- শিবালয় উপজেলার ঝিকুটিয়া গ্রামের বাতেনের স্ত্রী ফুলমতি (৩৫), একই উপজেলার তেওতা ইউনিয়নের মো. সাব্বির হোসেনের স্ত্রী সাবিনা আক্তার (২২) এবং একই ইউনিয়নের নারায়ন তেওতা গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী বিথী আক্তার (৩৫)। দুর্ঘটনায় তিনজনের প্রাণহানির সত্যতা নিশ্চিত করেছেন বরংগাইল হাইওয়ে পুলিশের ওসি মো. ইব্রাহিম। তিনি জানান, বাস-ট্রাক সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। Related posts:শ্রীবরদীতে পুলিশের শান্তি সমাবেশ অনুষ্ঠিতময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যুগাড়ি ছিনতাইকারী চক্রের ৭ সদস্য আটক Post Views: ৫৪ SHARES সারা বাংলা বিষয়: