শেরপুরে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৪ ‘হৃদয়ের যত্ন হোক সর্বজনীন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর রবিবার সকালে শেরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের আয়োজনে দিবসটি উপলক্ষে জেলা সিভিল সার্জন অফিসে বর্ণাঢ্য র্যালির শুভ উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা.মুহাম্মদ জসীম উদ্দিন। বর্ণাঢ্য র্যালিটি সিভিল সার্জন অফিস থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হার্ট ফাউন্ডেশনের কার্যালয়ে এসে শেষ। পরে হার্ট ফাউন্ডেশনের সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সভাপতি রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শওকত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, শেরপুর সরকারি মডেল গার্লস ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তপন সারোয়ার, রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আল আমিন রাজু, রক্তসৈনিক সদস্য পূজা পাল প্রমুখ। এসময় অন্যান্য মধ্যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সদস্য হোসাইন আহম্মদ মোল্লা মামুন, জসিম উদ্দিন বাদল, এনামুল হক মির্জু, শাহরিয়ার মিল্টন, সাংবাদিক মুগনিউর রহমান মনি, মেহেদী হাসান শামীম সহ হার্ট ফাউন্ডেশনের কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা আলোচনা সভায় হার্ট দিবস নিয়ে বিস্তার আলোচনা করে বলেন, আমরা হার্টকে সুস্থ রাখবার জন্য যত্নবান হব। সবারই প্রতিজ্ঞা থাকা দরকার, কারণ, হার্ট যদি সুস্থ থাকে তাহলে মানুষ সুস্থ থাকবে এবং পরিবেশবান্ধব হার্ট যদি থাকে তাহলে হার্টটি সুস্থ থাকে। আমরা চাইবো সমাজ ব্যবস্থাটা এমন এক জাইগায় পৌছাক, যেখানে আমরা আমাদের হার্টকে সুস্থ রাখতে সব রকম সহযোগিতা পাব। Related posts:শেরপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালিশ্রীবরদীতে শিক্ষককে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিতঝিনাইগাতীতে লকডাউন ও বন্যা পরিস্থিতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক মোমিনুর রশীদ Post Views: ৩১ SHARES শেরপুর বিষয়: