জামালপুরে নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৪ জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাদলকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় জামালপুর আদালত চত্বর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর রাতেই মাদারগঞ্জ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে করা হয়। থানা সূত্রে জানা গেছে, দুই বছর আগে বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা চালিয়ে নেতাকর্মীদের আহত করার ঘটনায় গত ২৩ অক্টোবর উপজেলা যুবদলের যুগ্ন-আহ্বায়ক হাফিজুর রহমান সাকু বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় আওয়ামী লীগের ৬৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলায় এজহারভুক্ত ১৪ নম্বর আসামি ছিলেন মোশারফ হোসেন বাদল। মাদারগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফিরোজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা যুবদল নেতা হাফিজুর রহমান সাকুর দায়ের করা নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন বাদলকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) তাকে আদালতে সোপর্দ করা হবে। Related posts:বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দসরিষাবাড়ীতে ভোট কারচুপির অভিযোগে রাস্তা-অবরোধ-বিক্ষোভ, পরাজিত প্রার্থী আটকবকশীগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার Post Views: ১৬৮ SHARES জামালপুর বিষয়: