আফগানিস্তানের বিপক্ষে খেলবেন না সাকিব: বিসিবি সভাপতি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৪ আগামী মাসে সংযুক্ত আরব আমিরাত সফর করবে বাংলাদেশ। এই সফরে আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সে সিরিজে সাকিব আল হাসানের খেলা বা না খেলা নিয়ে জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরেই। অবশেষে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত জানাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আসন্ন আফগানিস্তান সিরিজ খেলছেন না সাকিব আল হাসান। তার না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। এই মুহূর্তে চট্টগ্রামে অবস্থান করছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। অধিনায়ক ইস্যুতে নাজমুল হোসেন শান্ত’র সঙ্গে কথা আলোচনার কথা তার। সেখানেই বৃহস্পতিবার (৩১ অক্টোবর) আফগান সিরিজে সাকিবকে না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালীন টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। জানিয়েছিলেন, ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টটি খেলে এই ফরম্যাটকে বিদায় জানাতে চান। আর ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি যে খেলে ফেলেছেন সেটিও জানিয়ে দেন তিনি। একই সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে ক্রিকেট থেকেও অবসরের আগাম ঘোষণা জানিয়ে রেখেছিলেন। মিরপুরে প্রথম টেস্টের স্কোয়াডে সাকিবকে রাখাও হয়েছিল। কিন্তু তার বিরুদ্ধে আন্দোলন শুরু হওয়ায় নিরাপত্তা ইস্যুর কারণে দেশে আসতে পারেননি সাকিব। যে কারণে পরে তাকে স্কোয়াড থেকে বাদ দেয়া হয়। ফলে ঘরের মাঠে টেস্ট থেকে অবসর গ্রহণের ইচ্ছা পূরণ হয়নি তার। Related posts:আজ নাসির ও তামিমা আদালতে হাজির হতে পারেনবাংলাদেশের ব্যর্থতায় সহজ জয়ে সিরিজ পাকিস্তানেরজিম্বাবুয়ের প্রতিরোধ ভেঙে বড় জয় বাংলাদেশের Post Views: ১০৩ SHARES খেলাধুলা বিষয়: