জামালপুরে সেনাসদস্যের স্ত্রীকে হত্যার ঘটনায় ৪ জন গ্রেপ্তার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২৪ জামালপুরের মেলান্দহে সেনাসদস্যের স্ত্রী শাহিনা আক্তার হত্যার ঘটনায় মূলহোতা রাসেল খানসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরপর শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান। জানা গেছে, গত ১১ সেপ্টেম্বর জামালপুরের মেলান্দহের দুরমুট এলাকার নিজ ঘর থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় সেনাসদস্যের স্ত্রী শাহিনা বেগমের (৩৮) মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরদিন নিহতের ভাই মুঞ্জুরুল ইসলাম বাদী হয়ে মেলান্দহ থানায় একটি মামলা করেন। এ ঘটনায় বৃহস্পতিবার দিবাগত রাতে সদর থানার পলাশীগর থেকে মামলার সন্দেহভাজন পলাতক আসামি রাসেল খানকে গ্রেপ্তার করে র্যাব-১৪। পরে তাকে মেলান্দহ থানায় সোপর্দ করা হয়। রাসেল খান দুরমুট সুলতান খালী এলাকার বাবুল মিয়ার ছেলে। শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী। এ ছাড়াও ওইদিন রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সুলতান খালী এলাকার মানিক মিয়ার ছেলে বিল্লাল (৪০), একই এলাকার তাহিজুল টাকী (৪৫) ও বিপুল মিয়াকে (৪৭) গ্রেপ্তার করে পুলিশ। মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান বলেন, গ্রেপ্তার চারজনকে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। Related posts:জামালপুরে জেল হত্যা দিবস পালিতমাদারগঞ্জের মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় শিশুর মৃত্যুবকশীগঞ্জের ৫টি ইউনিয়নের মধ্যে চারটিতে নৌকার জয় Post Views: ৯৮ SHARES জামালপুর বিষয়: